দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নে মেধাবী ও দেশপ্রেমিক, মানবিক মানুষ গড়ার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ইসলাম পুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা এর ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি ২৫) সকালে মাদরাসা মিলনায়তনে ভারপ্রাপ্ত সুপার মাওলানা হজরত আলী ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার মানবিক ও বিশিষ্ট সমাজসেবক এবং আলোকিত মুখ মাওলানা গোলামুর রহমান জিলানী, এবং মাওলানা আবুল বাসার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক, পল্লিচিকিৎসক এলাকার সালিসি ব্যক্তি আব্দুল হাই।
উক্ত অনুষ্ঠানে ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন বিদায়ি ছাত্র মো শামীম আহমদ সিহাব তিনি বলেন, আমরা দীর্ঘ ১০ বছর ধরে এই প্রতিষ্ঠানে লেখা পড়া করেছি, এই প্রতিষ্ঠান আমাদের কে অনেক কিছু দিয়েছে, আমরা যখন ক্লাস করতাম তখন আমাদের শিক্ষক মন্ডলিরা আমাদের কে সুন্দর করে পড়া বুঝিয়ে ও শিখিয়ে দিতেন।
আজ আমরা এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছি আর কোনো দিন ছাত্র হিসেবে ফিরা হবে না, আর চাইলেও আমাদের এই শিক্ষক দের ক্লাস করতে পারবো না।
আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই শিক্ষক দের হায়াতে বারাক্বাহ দান করেন, পাশাপাশি আমার স্নেহের ছোট ভাই বোনেরা তোমরা আমাদের কে যেই সম্মান করেছ তা কখনও ভুলার মত নয়। তোমাদের সাথে সেই খেলাধুলার ও আনন্দের মুহুর্ত গুলা কখনও ভুলে যাওয়ার মত নয়। পরিশেষে শিক্ষক ও সহপাঠি ও জুনিয়র ছাত্রছাত্রীদের প্রতি ভালোবাসা ব্যাক্ত রেখে বক্তব্য শেষ করেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলামুর রহমান জিলানী তিনি বলেন, এই বিদায়ী দোয়ার মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পাব, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। ইসলামের মূল বার্তা হলো শান্তি, ভ্রাতৃত্ব এবং মানবিকতা। এই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের।
বর্তমান সমাজে ইসলামি আদর্শ অনুসরণের অভাবের কারণে নানা ধরণের সামাজিক ও নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে। তাই, আমাদের উচিত প্রত্যেক পরিবারে ইসলামের চর্চা নিশ্চিত করা এবং শিশুদের ছোট বয়স থেকেই কোরআন-হাদিসের জ্ঞান প্রদান করা।
ভারপ্রাপ্ত সুপার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি মাওলানা হজরত আলী ভুইয়া বলেন, আলোকিত মানুষ গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। প্রাথমিক শিক্ষা-ই উচ্চ শিক্ষার মূল ভিত্তি। শিশুদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকেরা নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, শেষে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের সঠিক পথ প্রদর্শন করেন, আমাদের জীবনে বারাকাহ দান করেন এবং আমাদের কৃত পাপ ক্ষমা করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মাওলানা মুসলেমউদ্দীন শহিদুল্লাহ (টিল্লা হুজুর) এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দসহ গণমাধ্যমকর্মী প্রমুখ।
অসংখ্য ধন্যবাদ সিলেটের কাগজকে