Tuesday, April 1, 2025
Homeনির্বাচনকমলগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি হিমেল, সম্পাদক লিটন...

কমলগঞ্জের ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি হিমেল, সম্পাদক লিটন নির্বাচিত

 

 

পিন্টু দেবনাথ:

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশের শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটি একটি সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। পুলিশ প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধিরাও সার্বক্ষনিক মাঠে থেকেছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সম্পূর্ণ গণতান্ত্রিক পক্রিয়া অবলম্বন করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে বিনা প্রতিদ্ধন্ধিতায় কোষাধ্যক্ষ ও ৪ জন সদস্য পূর্বেই নির্বাচিত হয়েছে। নির্বাচনে ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ- সম্পাদক পদে ৩ জন, সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন ও প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধি করেন। তার মধ্যে সভাপতি পদে গোলাম কিবরিয়া চৌধুরী হিমেল ৩০৩ ভোট (চেয়ার) প্রতীক পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো. বদরুল ইসলাম (আনারস) ২৪৫ ভোট ও তারেকুল ইসলাম (চাকা) ৩৫ ভোট পান। সহ সভাপতি পদে মাও: মাশহুদ আহমদ (চশমা) প্রতীক ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি মাও: শাহীদ আলম চৌধুরী (ফুটবল) ১২৩ ভোট পান। সাধারণ সম্পাদক পদে শাহরিয়ার চৌধুরী লিটন (হরিণ) প্রতীকে ৪০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি জুনেদ আহমেদ (মোরগ) ১৭৪ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে মো: মশিউর রহমান (রাব্বি) উড়োজাহাজ প্রতীকে ২৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি তারেক রহমান চৌধুরী (মাছ) ১৫৩ ভোট ও মাও: শামছুল ইসলাম (ডাব) ১৫২ ভোট পান। সাংস্কৃতিক সম্পাদক পদে মো: মঈন উদ্দিন (কুলা) প্রতীকে ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্ধি সায়েদুল ইসলাম লিপন (তবলা) প্রতীকে ১৪১ ভোট পান। প্রচার সম্পাদক পদে নিজাম উদ্দিন (সেলাই মেশিন) প্রতীকে ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্ধি মো: আব্দুল কাইয়ুম (সিলিং ফ্যান) ২২৯ ভোট পান। এছাড়া পূর্বেই বিনা প্রতিদ্বন্ধিতার বিজয়ী হন কোষাধ্যক্ষ পদে আব্দুল হাদী জুমন, সদস্য আক্তার হোসেন, শংকর দাশ, সিপার আহমেদ খান ও ইলিয়াছ আলী। মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। এরমধ্যে ৫৯১ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কমলগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুর রহমান। মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কমিটিতে ছিলেন আব্দুল মালিক জব্বার, যুগ্ম আহবায়ক লোকমান হোসেন চৌধুরী, সদস্য নারায়ন পাল, আতাউর রহমান নজরুল, জমসেদ আলী, আবু চৌধুরী, লায়েক খান, দিনার চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments