Friday, November 22, 2024
Homeখেলাধুলাক্রিকেটলজ্জাজনক হারের পর ভুলটা কোথায় হয়েছে, জানালেন অধিনায়ক সাকিব আল হাসান

লজ্জাজনক হারের পর ভুলটা কোথায় হয়েছে, জানালেন অধিনায়ক সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্কঃ
লজ্জাজনক হারের পর যা বললেন সাকিব

পাকিস্তানের কাছে শোচনীয় হার দিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্ব শুরু করল বাংলাদেশ দল। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমদের কাছে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৪ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৬৩ বল হাতে রেখে। লজ্জাজনক এই হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, ‘শুরুতেই আমরা কিছু বাজে শট খেলি এবং বেশ কটি উইকেট হারিয়ে বসি। এই ধরনের উইকেটে প্রথম ১০ ওভারে ৪ উইকেট হারানো উচিৎ হয়নি আমাদের।’ মুশফিকুর রহিমের সঙ্গে শতরানের জুটি প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমাদের জুটিটা দারুণ ছিল, তবে আমাদের আরো ৭-৮ ওভার থাকা দরকার ছিল। এমন উইকেটে এই ধরনের ব্যাটিং করাটা খুবই বাজে।

বোলাদের প্রশংসা করে সাকিব বলেন, ‘তারা (পাকিস্তান) বিশ্বের এক নম্বর দল। তাদের বিশ্বমানের তিনজন বোলার আছে যারা তাদের কাজটা সহজ করে দিচ্ছে। আমরাও বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিংটা কখনো ভালো হচ্ছে আর কখনো মন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments