Friday, April 4, 2025
Homeরাজনীতিপাঁচ দফার দাবীতে সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের বি'ক্ষো'ভ

পাঁচ দফার দাবীতে সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের বি’ক্ষো’ভ

নিজস্ব প্রতিনিধি,

 

ফ্যাসিবাদ দোসরদের বিচারের দাবী ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শাপলা চত্বরে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগর, জেলা গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, শাহাব উদ্দিন শিহাব, জাকারিয়া আহমেদ স্বাধীন, সুয়েব আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকন, সদর উপজেলার গণঅধিকার পরিষদের আহবায়ক মুশাহিদ মিল্টন যুগ্ম আহবায়ক এইচ ফরহাদ প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র—জনতার উপর ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী, আস্ত্র বাহিনী মিলে নির্বিচারে গুলি চালিয়েছে। বন্দুকের গুলি চালিয়ে সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের আহত ও পঙ্গু করা হয়েছে। আহত ও নিহতদের খরবাখবর এখন কেউ রাখে না। সরকারের কাছে পাঁচ দফা দাবী তুলে ধরেন নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments