Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগজন্মস্থানে আসা এই এক অন্যরকম অনুভূতি:আইজিপি

জন্মস্থানে আসা এই এক অন্যরকম অনুভূতি:আইজিপি

 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলায় নিজ জন্মভূমি শ্রীহাইল গ্রামে ব্যাক্তিগত সফরে আসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন

বুধবার ( ৬ ই সেপ্টেম্বর ) সকাল ১০টায় হেলিকপ্টার যোগে শাল্লা উপজেলা আবদুল মান্নান চৌধিরী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এসে পৌঁছেন।

পরে তিনি শাল্লা সদরে থানার নবনির্মিত ২ তলা বিশিষ্ট জামে মসজিদ টি, শুভ উদ্বোধন করেন এরপর থানার গার্ড অফ অনার শেষে থানা পরিদর্শন করেন। বিকেল ৩ টায় সদরে অবস্থিত সর্বজনীন কালী মন্দিরে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উনার সঙ্গে ছিলেন সিলেট বিভাগের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান , সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার এহসান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, সহকারী কমিশনার ( ভূমি ) মো: আলাউদ্দিন , শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,
উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন এ সময় উপস্থিত ছিলেন।

বেলা ৩ টায় পুনরায় স্পীড বোড যোগে নিজ গ্রাম শ্রীহাঈলে যান। সেখানে তিনি দুপুরের খাবার শেষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সঙ্গে কুশলবিনিময় করেন। বিকালে তিনি হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments