সাজ্জাদ মাহমুদ মনির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সনাতন ধর্মলম্বীরা বিশ্বাস করে মহাবতার প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের ছাতকে মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শ্রীশ্রী জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নগর পরিক্রমা সকাল ৭টায় শ্রীকৃষ্ণের প্রতীকৃতি সহ মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন ব্যানারে শহরের মহাপ্রভুর আখড়া প্রাঙ্গন হতে পৌর শহরের শিব বাড়ী, পৌরসভার রাস্তা হয়ে লোকনাথ মন্দির, ও মেডিকেল রোড প্রদক্ষিণ শেষে আখড়া প্রাঙ্গনে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এতে, জন্মাষ্টমী উৎসব কমিটির সভাপতি মোহন্ত কুমার রায় ও সাধারন সম্পাদক কালিদাস পোদ্দারের পরিচালনায় শোভাযাত্রায় অংশ গ্রহন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ মণি শংকর ভৌমিক ও সাধারণ সম্পাদক বাবুল রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পিযুষ কান্তি ভট্রাচার্য্য ও সাধারণ সম্পাদক রবিন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, সাধারন সম্পাদক অরুণ দাস, ছাতক পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলন তরফদার ও সাধারণ সম্পাদক অরুণ অধিকারী, ছাতক পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সৌরভ দাস, ছাতক পৌর পূজা উদযাপন পরিষদের সাবেক প্রচার সম্পাদক পংকজ চৌধুরী, মহাপ্রভুর আখড়ার হিমাদ্রী গোস্বামী, মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, সাংবাদিক বিজয় রায়, শিক্ষক তমাল পৌদ্দার, পরেশ চন্দ, বাবুল পাল, ঝলক দাস, সুজিত পাল, সুজয় দাস, মেম্বার অজিত দাশ ছাড়াও সকল বয়সের নারী-পুরুষ ও শিশু বৃদ্ধ এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় নগর পরিক্রমায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আখড়া, হরি সংঘ মন্ডলীভোগ, শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, আলোর প্রতীক যুব সংঘ, লোকনাথ মন্দির, সৎ সঙ্গ, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, শিব বাড়ী, শ্রীশ্রী কৃষ্ণ ভক্ত সংঘ ব্যানারে শতশত ভক্ত বৃন্দ অংশ গ্রহন করেন।