সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা সেতু এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনসদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা ফিরিজ আলীর ছেলে আলীনূর (৩৩) ও গোলাপ মিয়ার ছেলে জমির হোসেন (৩০)। তারা উভয়েই সিএনজির যাত্রী ছিলেন।
গুরুতর আহত সিএনজিচালক জনিক মিয়া (২৬), যাত্রী আলী আকবর (৩০) ও আমির আলীকে (৩৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক আহত ব্যক্তি সুমেন মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার ইশবপুর সাহেববাড়ি এলাকায় অনুষ্ঠিত উরস মাহফিল থেকে সিএনজিযোগে পাঁচ যুবক নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জগামী যাত্রীবাহী বাস (ঢাকা-ব ১১৮৬৬২) এর সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলীনূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।