সিলেট থেকে,
সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসা ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে কিছু ব্যক্তি নগরের পীরমহল্লা এলাকায় আফতাব খানের বাসার সামনে এসে ভাঙচুর চালান। একপর্যায়ে বিভিন্ন কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, গত ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আফতাবের বাসা প্রথম দফায় ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা-নাশকতার অভিযোগে আফতাবের বিরুদ্ধে অন্তত ২০ থেকে ২৫টি মামলা হয়। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে আফতাব পলাতক আছেন।
৫ আগস্টের পর থেকে ওই বাড়িতে কেউ থাকতেন না।সিলেট মহানগরের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে, সেটা জানতে পারেননি।