Saturday, March 15, 2025
Homeঅন্যান্যপ্রযুক্তিসিলেটের শাহজালাল বিজ্ঞানের উন্নয়নে ২৫৩ কোটি টাকা অনুমোদন

সিলেটের শাহজালাল বিজ্ঞানের উন্নয়নে ২৫৩ কোটি টাকা অনুমোদন

 

নিজস্ব প্রতিবেদক,

প্রকাশিত ৪ ফেব্রুয়ারি ২০২৫,

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজের উন্নয়নের লক্ষ্যে দুইটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ২৫৩ কোটি ৫৯ লাখ ৭২ হাজার ৮৫৬ টাকা।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

 

বৈঠক সূত্রে জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন(২য় পর্যায়) (১ম সংশোধিত) প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-৬-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১২৭ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ৭০৮ টাকা।

 

বৈঠকে একই প্রকল্পের আওতায় প্যাকেজ নং পিডব্লিউ-৭-এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেয় সরকার। মেসার্স জামাল অ্যান্ড কোম্পানি সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১২৫ কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১৪৮ টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments