Wednesday, March 12, 2025
Homeরাজনীতিআওয়ামীলীগহবিগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণের সময় মারধরের শিকার আইনজীবী

হবিগঞ্জে আ.লীগের লিফলেট বিতরণের সময় মারধরের শিকার আইনজীবী

জেলা প্রতিনিধি,

 

হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় শামীম আহমেদ নামে এক আইনজীবীকে মারধর করে পুলিশে দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের কালিবাড়ি রোড এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় ওই আইনজীবীকে আটক করে মারধর করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যায়। শামীম আহমেদ হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, আদালতের সাবেক সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, উত্তেজিত লোকজনের হাতে আটক হওয়ার পর শামীম আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ এ নিয়ে তদন্ত করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments