Wednesday, March 12, 2025
Homeধর্মবিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

স্টাফ রিপোর্টার,

বিশ্ব ইজতেমার ময়দানে মূল বয়ান মঞ্চ থেকে ৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) প্রথম পর্বের দ্বিতীয় দিনে বাদ আসর বিয়ে সম্পন্ন করা হয়। তাবলিগ জামাতের শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, যৌতুকবিহীন বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। এবার ৬৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ানোর শেষে সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা।

 

বিয়ের কয়েকজন বর জানান, বৃহত্তর এই জমায়েতে আল্লাহর বিশেষ রহমত থাকে। তাই এই বিয়েতেও রহমত থাকবে। তারা সবার দোয়া কামনা করেন।

 

বিশ্ব ইজতেমা সফলভাবে আয়োজনে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জুবায়েরপন্থি মুরুব্বি মুফতি কেফায়েত উল্লাহ আযহারী। তিনি বলেন, চলমান ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন করতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা। এবারই প্রথমবারের মতো আখেরি মোনাজাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। যা আগে ১১টা বা ১২টায় হতো। দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের এই মোনাজাতে শরিক হওয়ার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments