দোয়ারাবাজার প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক জসিম আহমেদ চৌধুরী রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী ২৫) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জসিম আহমেদ চৌধুরী রানা ছিলেন ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, এবং দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহব্বায়ক, পাশাপাশি তিনি ছিলেন একজন সাদামাটা শিক্ষক, তিনি বাশতলা শহীদ স্মৃতি হাই স্কুল এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, এবং তিনি বাশতলার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব ও কর্তব্য পালন করেছেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গেল বছরের নভেম্বরে দোয়ারাবাজার থানায় এই মামলাটি দায়ের হয়।