,দোয়ারাবাজার (সুনামগঞ্জ): প্রতিনিধিঃ
১’লা ফ্রেব্রুয়ারি সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা জামায়াতের উদ্যোগে প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জানুয়ারি) বিকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সামন থেকে এ মিছিল শুরু হয়ে মিছিলটি দোয়ারাবাজার উপজেলা পরিষদ,দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, এসিস্টেন্ট সেক্রেটারি মাও সিদ্দিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি,সেক্রেটারি,উপজেলা যুব ফোরামের সভাপতি, সেক্রেটারি, উপজেলা ছাতড় শিবিরের সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ প্রমুখ।
নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আগামী ১ তারিখের কর্মী সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।