স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাশ আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়।উক্ত সভায় নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাশ
উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একইসাথে শাল্লা উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক জে সি বিশ্বাস, শান্ত কুমার তালুকদার, বকুল আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, বিপ্লব রায়, দিলোয়ার হোসাইন, শংকর ঋষি, সন্দীপন তালুকদার,কাজী বদিউজ্জামান, পংকজ দাশ,নাছির সুলতান,মানবেন্দ্র দাশ, রাজীব দেব তন্ময়, নিশিকান্ত দাস,চিন্ময় দাস,তৌফিকুর রহমান তাহের, প্রমুখ। এছাড়া ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাএই সময় উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাশ গত ২৭ ই জানুয়ারি শাল্লা উপজেলায় যোগদান করেন। তিনি ৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ও ব্রাক্ষনবাড়ীয়া জেলার স্থায়ী বাসিন্দা।