সিলেট প্রতিনিধি,
সিলেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছে। রোববার রাতে নগরের একটি হোটেলের হলরুমে এ আয়োজন করে সিলেটস্থ ভারতের সহকারী হাই কমিশন।
অনুষ্ঠানে ভারতের সহকারী হাই কমিশনার চন্দর শেখর এবং দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফিসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আয়োজনে সিলেটের রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্থরের অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে ভারতের সহকারী হাই কমিশনার চন্দর শেখর এবং দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফি অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এসময় তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতের অর্জন সম্পর্কে আলোকপাত করেন।
অনুষ্ঠানে আইসিসিআর স্কলার , ললিতকলা একাডেমি সিলেট, একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টস ও সিলেটের প্রথিতযশা শিল্পীগন নৃত্য ও সংগীত পরিবেশন করেন।