Wednesday, April 2, 2025
Homeরাজনীতিজামাতজামায়াত-বিএনপি ভাই ভাই আপনাদের খুশি হবার কিছু নেই ,বললেন আবু সালেহ মো...

জামায়াত-বিএনপি ভাই ভাই আপনাদের খুশি হবার কিছু নেই ,বললেন আবু সালেহ মো নাছিম। 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আবু সালেহ মোঃ আলা উদ্দিন।

গুজব লীগ দেখছে রাজপথে তাদের কিছু করার সামর্থ্য নেই। যখন তারা দেখছে দেশের বিভিন্ন জায়গায় বিবেকবোধসম্পন্ন ছাত্র-জনতা রাস্তায় আছে, তখন মুখ দেখানোর মতো অবস্থা তাদের নেই। এই মুখেই বিগত ১৬ বছরে তারা চুনকালি মেখেছে, সম্প্রতি জামায়াত বিএনপির মতপার্থক্যের আলোচনা দেখে খুশি হওয়ার কিছু নেই জামায়াত বিএনপি ভাই ভাই বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো সালেহ ।

সোমবার (২৭ জানুয়ারি ) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক কথা বলেন তিনি ।

এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট -সুনামগঞ্জ দোয়ারাবাজারের সমন্বয়ক নেতৃবৃন্দ ।

তিনি আরও বলেন, গুজব লীগ যেন না নামতে পারে। মাঠে নামা তো দূরের কথা, কোনও জায়গায় বিন্দুমাত্র গুজবের চেষ্টাও যদি তারা করে, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবো।এই দেশের পুরো ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে নামতো না। সেই জায়গায় তারা নিজেরাই চুনকালি মেখে দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি বলেন, ‘তাদের জননী নেতাকর্মীদের চুনকালি মাখিয়ে, নিজে মেখে পালিয়েছে। আমার যদি ওইটুকু নৈতিকতা থাকতো, ভালো কাজ করতাম, গার্ড থাকতো, বোল্ডনেস থাকতো, আমি দেশ ছেড়ে পালাতাম না।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নৃশংসতা আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডে, শাপলা চত্বরে। আলেম সমাজের ওপর আওয়ামী লীগের নৃশংসতা দেখেছি। বিএনপি, জামায়াতসহ ফ্যাসিবাদবিরোধী প্রতিটি রাজনৈতিক দলকে গত ১৬ বছর গুম, হত্যা নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments