নিজস্ব প্রতিবেদক,
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাজিয়া বেগম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের উত্তর গাজীনগর গ্রাম থেকে তার মরদেহ করেছে পুলিশ। তিনি ওই গ্রামের বাসিন্দা আজিজুল মিয়ার স্ত্রী।
নিহতের শ্বশুরবাড়ির পক্ষ থেকে এটি আত্মহত্যা বলে দাবি করা হলেও পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগের ভিত্তিতে রাজিয়ার স্বামী আজিজুল মিয়া এবং শ্বশুর আব্দুর রহিমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে রাজিয়া বসতঘরের বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে ফাঁস নেন বলে তার শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছেন।
রাজিয়ার স্বামী আজিজুল মিয়া জানান, তিনি ফাঁসির দড়ি খুলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে রাজিয়া মারা যান।
নিহতের মা ও ভাইয়ের দাবি- তাদের মেয়েকে নির্যাতন করে মারা হয়েছে।
শান্তিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানার জন্য গৃহবধূর স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।