Friday, April 4, 2025
Homeখেলাধুলাক্রিকেটওয়েস্ট ইন্ডিজে বাংলার নারীদের ইতিহাসগড়া জয়

ওয়েস্ট ইন্ডিজে বাংলার নারীদের ইতিহাসগড়া জয়

স্পোর্টস ডেস্ক,

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। প্রথম ওয়ানডেতে কোনো লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে বড় ব্যবধানে। তবে, দ্বিতীয় ম্যাচে এসে ঠিকই দিশা খুঁজে পেয়েছে নিগার সু্লতানা জ্যোতিরা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বুধবার (২২ জানুয়ারি) ক্যারিবীয় নারীদের বাংলাদেশ হারিয়েছে ৬০ রানে।

 

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১৮৪ রান। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা এনেছে বাংলাদেশ।

 

ওয়েস্ট ইন্ডিজে বাংলার নারীদের এটিই প্রথম সফর। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় শঙ্কা জাগে সিরিজ হারাবার। ব্যাটিংয়ে নামলেও টপঅর্ডারের ব্যর্থতায় মনে হচ্ছিল আবারও মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি সেটি হতে দেননি। বিরুদ্ধ স্রোতে সাঁতরে দলের হাল ধরেন। অনেকটা একাই টেনে নেন বাংলাদেশের ব্যাটিং।

 

জ্যোতির ব্যাট থেকে আসে ১২০ বলে ৬৮ রানের ধৈর্যশীল ইনিংস। পরিস্থিতি বিবেচনায় যা ভীষণ উপযোগি। এছাড়া, সুবহানা মুস্তারির ২৩ এবং স্বর্ণা আক্তারের ২১ রানের দুটি ইনিংস বাংলাদেশকে এনে দেয় লড়াকু পুঁজি।

 

ব্যাটারদের এনে দেওয়া সংগ্রহকে যথেষ্ট বানান বাংলাদেশের বোলাররা। ক্যারিবীয় ব্যাটারদের থিতু হতে দেননি নাহিদা-মারুফারা। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আসা যাওয়ার মিছিল অব্যাহত থাকে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে অধিনায়ক শিমাইন ক্যাম্পবেলের ব্যাট থেকে। যা কেবল হারের সময় আর ব্যবধানই কমিয়েছে।

 

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন দেশসেরা স্পিনার নাহিদা আক্তার। দুটি করে উইকেট নেন মারুফা, ফাহিমা ও রাবেয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments