Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাগোয়াইনঘাটে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে তোয়াকুলের খেলোয়াড়দের হা*মলার প্রতি*বাদে মানববন্ধন

গোয়াইনঘাটে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে তোয়াকুলের খেলোয়াড়দের হা*মলার প্রতি*বাদে মানববন্ধন

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় তোয়াকুল ইউনিয়নের খেলোয়াড়দের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টায় উপজেলার স্থানীয় তোয়াকুল বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

“উল্লেখ্য, ২০ জানুয়ারি (সোমবার), গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে তোয়াকুল ইউনিয়ন বনাম লেংগুড়া ইউনিয়ন মধ্যকার খেলায় তোয়াকুল ২ লেংগুড়া ১গোল ফলাফলে খেলার শেষ মুহূর্তে লেংগুড়া ইউনিয়নের খেলোয়াড় ও উপস্থিত দর্শক অর্তকিত ভাবে তোয়াকুলের খেলোয়াড়দের ওপর হামলার চালায়।

এতেকরে হামলায় তোয়াকুল ইউনিয়ন ১৫-২০ জন খেলোয়াড়সহ দর্শক আহত হন, এরমধ্যে ৯জন খেলোয়াড় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন আছেন। এই ঘঠনায় গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়রির প্রস্তুতি চলছে”।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক সাধারনসম্পাদক জহির উদ্দিন, গোয়াইনঘাট শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পল্লী চিকিৎসক ডাক্তার কামাল হোসেন মাসুক, এলাকার সচেতন নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন শওকত আহমদ, মিজানুর রহমান মিজান, শেখ আরিফুল ইসলাম, আব্দুল মতিন, মামুনুর রশীদ, গিয়াস উদ্দিন, কবির উদ্দিন, ফয়ছল আহমদ, আলী আহমদ ওসমানী, মুজাম্মেল আলী,জসিমউদদীনসহ প্রমূখ।

 

মানববন্ধন বক্তারা বলেন “তোয়াকুল ইউনিয়ন খেলোয়াড়দের উপর যারা নগন্য হামলায় চালিয়েছে এবিষয়ে তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে ভবিষ্যৎ নিরাপত্তার জন্যে গৃহীত প্রদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।

তারীসাথে তোয়াকুল ইউনিয়নের বিজয় স্মারক সম্মানের সহিত প্রদান করে ক্ষতিগ্রস্থ খেলোয়াড়দের ক্ষতিপূরন নিশ্চিত করতে হবে”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments