Thursday, April 3, 2025
Homeবিনোদননতুন গান নিয়ে এলেন নায়িকা - গায়িকা সুবাহ!

নতুন গান নিয়ে এলেন নায়িকা – গায়িকা সুবাহ!

 

 

বিনোদন প্রতিবেদক :

তিনি দেশীয় শোবিজে এসেছিলেন গায়িকা হতে! কিন্তু হয়ে গেছেন চিত্রনায়িকা। তাই বলে থেমে নেই তার সঙ্গীতচর্চা। বলা হচ্ছিল তরুণ প্রজন্মের সুন্দরী – গ্ল্যামারাস চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ’র কথা। দেশীয় চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিষিক্ত হওয়ার পর সুবাহ সঙ্গীতেও মনোযোগী। বর্তমানে তিনি অভিনয়ের পাশাপাশি গানও করছেন নিয়মিত। সেই ধারাবাহিকতায় এবার মৌলিক গান নিয়ে এসেছেন এই নায়িকা – গায়িকা। গানের শিরোনাম ‘আমি তোমায় দিলাম’।

 

গানটি নিয়ে নিউ ট্যালেন্ট গ্ল্যামারগার্ল সুবাহ এই প্রতিবেদককে জানান, তার গাওয়া এই নতুন গানটি মিউজিক ভিডিও আকারে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে রবিবার (১৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে। এটির সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এস.কে সোহাগ।

 

মিউজিক ভিডিও প্রসঙ্গে সুবাহ বলেন, গানটি রোমান্টিক হওয়ায় সবার মন কাড়বে। ভবিষ্যতে আরও চমক জাগানো গান নিয়ে আমি নিয়মিতই আসবো সবার সামনে। নতুন কিছু গানের কাজ ইতিমধ্যে শুরুও করে দিয়েছি।

 

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় উত্তরবঙ্গের সুন্দরী তরুণী সুবাহ’র। সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্র’র বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments