স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদী রেজিমের পতন হলেও ব্যবস্থাটা অনেকাংশে রয়ে গেছে। আগে আওয়ামী লীগ যা করত, এখন অন্য কেউ সেটা করছে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা অভ্যুত্থান করেছি, এখন ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে বিপ্লব করতে হবে।
তারা আরো বলেন, আমাদের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে এক হয়ে একটি বৈষম্যহীন দেশ গঠন আমাদের লক্ষ্য। আগামীতে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিতে না পারে; সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সংগঠক প্রীতম দাস, সদস্য তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তানভীর আহমেদ চৌধুরী, জেলা কমিটির আহ্বায়ক ইমন উদ দ্দোজা আহমদ, সদস্য সচিব মেহদী হাসান শাকিব, জুলাই আন্দোলনে আহত ফয়সাল আহমদ, জহুর আলী প্রমুখ।