ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ রেলওয়ে ছাতক বাজার ষ্টেশন, কংক্রিট শ্লীপার প্ল্যান্ট পরিদর্শন করেছেন রেলওয়ের মহা পরিচালক মো. আফজাল হোসেন। শুক্রবার বিকেলে সিলেট থেকে তিনি ছাতক বাজার এসে পৌছেন। এ সময় তিনি সিলেট- ছাতক রেলপথ চালু এবং রেলওয়ের ছাতক কংক্রিট শ্লীপার প্লান্ট চালুর বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। শনিবার তিনি ছাতক-ভোলাগঞ্জ রজ্জুপথ ও রেলওয়ের ভোলাগঞ্জ কোয়ারি এলাকা পরিদর্শন করবেন।
তিনি বলেন, সিলেট-ছাতক রেলপথ ও ষ্টেশন সংস্কারে মোট ২ শত ১৭ কোটি ৩৪ লক্ষ ৪ হাজার ৩৬৯ টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্প একনেক থেকে ২০২৩ সালের ১১ এপ্রিল অনুমোদিত হয়েছে প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ১ এপ্রিল থেকে২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।প্রকল্পের ব্যয়ের ৮০ শতাংশ ইউএস ডলার ও ২০ শতাংশ বাংলাদেশি টাকায় পরিশোধ করা হবে।
এ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করা হলে চারটি দরপত্র জমা পড়লে চারটি দরপত্রই টেকনিক্যালি রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সকল প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মীর আখতার হোসেন লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। শীর্ঘ্রই সিলেট-ছাতক রেলপথ সংস্কার কাজ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
সিলেট-ছাতক রেলপথ সংস্কারের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড.সালেহ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়েছে।
ব্রিটিশ আমল থেকে শিল্প শহর হিসেবে রয়েছে ছাতকের খ্যাতি । সে সময় সিলেট থেকে ছাতক পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হয়েছিল বাণিজ্যিক কারণে। এরপর পরিকল্পনা ছিল সেখান থেকে সুনামগঞ্জ জেলা শহর (তৎকালীন মহকুমা) পর্যন্ত সম্প্রসারিত করা।
আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রী থাকাকালে সেই পুরোনো পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসে। তবে রেল মন্ত্রণালয় থেকে তিনি সরে গেলে পরিকল্পনাটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। নতুন পরিকল্পনায় রেললাইন টি ছাতককে বাদ দিয়ে গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জে লাইন নেয়ার কথা বলা হয়।
এর প্রতিবাদে সেই সময়ে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সোচ্চার হয়ে ওঠেন। এতে মন্ত্রী-এমপির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। যার ফলে পুরোনো সিলেট -ছাতক রেল লাইন ও ষ্টেশন সংস্কার
কাজ চাপা পড়ে থাকে। প্রায় ৫ বছর ধরে সিলেট- ছাতক রেলপথ বন্ধ থাকার পর অন্তর্বর্তীকালীন সরকার রেলপথটি চালুর উদ্যোগ নিয়েছে।