ঝলক দত্ত,শ্রীমঙ্গল প্রতিনিধি::
শ্রীমঙ্গলে কম্পিউটারের বেসিক ও নেটওয়ার্কিং নিয়ে বাসে ভ্রাম্যমাণ প্রশিক্ষণের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে সরকার। যুব উন্নয়ন অধিদপ্তরের কারিগরি সহায়তায় শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ বাসে ২ মাস ব্যাপী ৪টি শিফটে ৪০ জন প্রশিক্ষণার্থীকে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ভ্রাম্যমাণ বাসের ভেতর কম্পিউটার প্রশিক্ষণার্থীদের আসনের সামনে আছে একটি করে ল্যাপটপ। সেই আসনে বসেই তরুণ-তরুণীরা নিচ্ছেন প্রশিক্ষণ।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক মো. সিজানুর রহমান, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় প্রমুখ। ভ্রাম্যমাণ এ প্রশিক্ষণে ২০ জন নারী ও ২০জন পুরুষ প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করেছেন।