নিজস্ব প্রতিনিধি,
হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হবিগঞ্জ শহরের পিটিআই খ্রিস্টান পল্লী এলাকায় অবস্থিত চার্চে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কেক কেটে খ্রিষ্টধর্মাবলম্বীদের যিশু খ্রিষ্টের জন্ম উৎসব বড়দিন পালন করেন। পরে দেশ ও বিশ্ব শান্তির জন্য ধর্মীয় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে অর্ধশতাধিক যিশু খ্রিষ্টের ভক্তরা উপস্থিত ছিলেন।
এদিকে, হবিগঞ্জ সদর উপজেলার কলিমনগর, বাহুবল উপজেলার খাসিয়াপুঞ্জি, মাধবপুর উপজেলার সুরমা, তেলিয়াপাড়া ও নয়াপাড়া বাগানেও বড় দিনের কর্মসূচি পালন করে খ্রিষ্টধর্মাবলম্বীরা।