স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সন্ত্রাসী সাদপন্থীদের গ্রেফতার, শাস্তি ও নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাহিরপুর উপজেলা সদরস্থ সড়কে তাহিরপুর উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে ১৮ ডিসেম্বর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে নিরস্ত্র ঘুমন্ত তাবলীগের সাথীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলা পরিচালনাকারী সন্ত্রাসী সাদপন্থীদের গ্রেফতার, শাস্তি এবং নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা সাবিতুর রহমান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা শামসুদ্দিন, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা বলেন, সাদপন্থীরা কোনো তাবলীগ জামাত নয় এরা সন্ত্রাসী সংগঠন, এরা কাদিয়ানী, এরা আওয়ামী লীগের দালাল, এরা ইসরাইল ও ভারতের দালাল। বর্তমান সরকারকে বাংলাদেশে এদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং অনতিবিলম্বে টঙ্গীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।