Friday, April 4, 2025
Homeখেলাধুলাক্রিকেটভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক,

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রথমবার আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। ভারতের দেওয়া ১১৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে মাত্র ৭৬ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। ফলে ৪২ রানের জয় পেয়েছে ভারত। যদিও চলতি মাসেই ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা।

 

রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার বায়েওমাস স্টেডিয়ামে শুরু হয় শিরোপানির্ধারণী ম্যাচ। টস জিতে এদিন ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।

 

ম্যাচের শুরু থেকে ভারতীয়দের একের পর এক উইকেট তুলে নিলেও একপ্রান্ত আগলে রেখে তৃষা তাদের লড়াকু পুঁজি এনে দিয়েছেন। বিপরীতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার ফারজানা ইয়াসমিন।

 

ম্যাচের প্রথম ধাক্কাটি আসে দলীয় ২৩ রানে। ওপেনার কমলীনিকে ব্যক্তিগত ৫ রানে আউট করেন ফারজানা। ২ রানের ব্যবধানেই আবারও এই পেসারের আঘাত, রানের খাতা খোলার আগেই ফিরে যান সানিকা চালকে।

 

পরে ৪১ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলেন তৃষা ও নিকি প্রসাদ। অধিনায়ক নিকির (১২) বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। যদিও আরেকপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তৃষা। ফারজানার বলে আউট হওয়ার আগে ৪৭ বলে ৫২ রান করেন তিনি। শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ ও আয়ুশি শুক্লা ১০ রান করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তারা সংগ্রহ করে ১১৭ রান।

 

বাংলাদেশের পক্ষে ফারজানা ইয়াসমিন ৩১ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ২ ও হাবিবা ইসলাম এক উইকেট নিয়েছেন।

 

অন্যদিকে, বাংলাদেশের পক্ষে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। দুটি রানআউট ও একটি হিট উইকেটে টাইগ্রেসদের কপাল পুড়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে রানারআপ যুব টাইগ্রেসরা।

 

বিপরীতে ভারতের হয়ে আয়ুশি শুক্লা সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া দুই ও জোশিথা একটি উইকেট নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments