Sunday, April 6, 2025
Homeখেলাধুলাবাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে খেলার সূচি

বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে খেলার সূচি

কাগজ নিউজ,

 

মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ (বৃহস্পতিবার) সকালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত। একইদিন পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে ও উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ রয়েছে।

 

ক্রিকেট,

অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ

বাংলাদেশ–ভারত,

সকাল ৭–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫।

 

শ্রীলঙ্কা–নেপাল,

দুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ৫।

 

এনসিএল টি২০,

সিলেট বিভাগ–রাজশাহী বিভাগ,

সকাল ৯–৩০ মিনিট, টি স্পোর্টস।

 

ঢাকা বিভাগ–বরিশাল বিভাগ,

দুপুর ১–৩০ মিনিট, টি স্পোর্টস।

 

২য় ওয়ানডে,

দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান,

সন্ধ্যা ৬টা, পিটিভি স্পোর্টস।

 

৩য় নারী টি–টোয়েন্টি,

ভারত–ওয়েস্ট ইন্ডিজ,

সন্ধ্যা ৭–৩০ মিনিট, স্পোর্টস ১৮-১।

 

ফুটবল,

উয়েফা কনফারেন্স লিগ

চেলসি–শামরক,

রাত ২টা, সনি স্পোর্টস টেন ২।

 

রিয়াল বেটিস–হেলসিঙ্কি,

রাত ২টা, সনি স্পোর্টস টেন ৩।

 

গিমারায়েস–ফিওরেন্তিনা,

রাত ২টা, সনি স্পোর্টস টেন ৫।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments