Wednesday, April 2, 2025
Homeখেলাধুলাবাংলাদেশের কারও প্রথম পছন্দ ছিলেন না ভিনি, কে কাকে ভোট দিলেন

বাংলাদেশের কারও প্রথম পছন্দ ছিলেন না ভিনি, কে কাকে ভোট দিলেন

স্পোর্টস ডেস্ক,

মাস দুয়েক আগে হাড্ডাহাড্ডি দ্বৈরথে ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জেতেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। ব্রাজিল তারকার হাতে পুরস্কার না ওঠায় বেশ একটা শোরগোলই পড়ে গিয়েছিল ফুটবল দুনিয়াতে। গোটা রিয়াল মাদ্রিদ ক্লাব ব্যালন ডি’অরের অনুষ্ঠান বয়কট করেছিলেন। এবার অবশ্য তেমন কিছু ঘটল না। ভিনিসিয়ুস জুনিয়রের হাতেই উঠল ফিফা দ্য বেস্টের পুরস্কার।

 

গতকাল (সোমবার) দিবাগত রাতে কাতারের দোহায় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যেখানে প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার অনুমিতভাবেই গিয়েছে আইতানা বোনমাতির হাতে।

 

এদিন সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ২০২২ সালে ফিফা দ্য বেস্টের সেরা গোলকিপার হলেও গত বছর পুরস্কারটি পাননি। তবে এক বছর বিরতির পর আবার পুরস্কারটি উঠেছে তাঁর হাতে। এর আগে ২০২৩ সালের পর এ বছরও জিতেছেন ব্যালন ডি’অরের বর্ষসেরা গোলকিপারের পুরস্কার।

 

বর্ষসেরা পুরুষ কোচ হয়েছেন রিয়াল মাদ্রিদকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ এনে দেয়া কার্লো আনচেলত্তি। নারীদের সেরা কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের নারী দলের ইংলিশ কোচ এমা হেইস।

 

বাংলাদেশের কার ভোট কে পেলেন:

 

বর্ষসেরা নির্বাচনে ভোট দিয়ে থাকেন ফিফার সদস্যভুক্ত দেশের জাতীয় দলের অধিনায়ক, কোচ ও মিডিয়া প্রতিনিধিরা। কে কাকে কে ভোট দিয়েছেন, সে তালিকা প্রকাশ্যে আসার পর দেখা গেছে- বাংলাদেশের কেউ প্রথম পছন্দ হিসেবে ভিনিসিয়ুসকে ভোট দেননি।

 

বাংলাদেশের অধিনায়ক সোহেল রানার সেরা তিনে সবার আগে ছিলেন লিওনেল মেসি। দ্বিতীয় স্থানে ভিনিসিয়ুস এবং শেষে জুড বেলিংহ্যাম। কোচ হাভিয়ের ক্যাবরেরার প্রথম ভোট ছিল রদ্রির বাক্সে। তারপর ছিলেন যথাক্রমে ভিনিসিয়ুস ও দানি কারভাহাল।

 

মিডিয়া প্রতিনিধি হিসেবে রায়হান আল মুগনির সেরা তিনেই ছিলেন না ভিনিসিয়ুস। তিনি প্রথম ভোট দিয়েছেন রদ্রিকে, তারপর বেলিংহ্যাম ও কারভাহালকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments