সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জেলা কৃষক দলের উদ্যোগে শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ডে কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াইশ নেতাকর্মী অংগ্রহণ করেন।
বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, যুগ্ন আহ্বায়ক হাজী আকুল আলী, সিরাজুল ইসলাম পলাশ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আগামী ৩ মাস পর্যন্ত দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে।