মৌলভীবাজার জেলা প্রতিনিধি::
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা কৃষকদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বিকাল ৩ টায় মৌলভীবাজারের কাশীনাথ রোড এলাকা থেকে মৌলভীবাজার জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মোনাহিম কবির এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোস্ট অফিসের সম্মুখে এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকদলের সদস্য সচিব মো. মোনাহিম কবির এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহাদ আহমদ, আনোয়ার হোসেন, সৈয়দ রিপন আলী, জেলা যুবদল নেতা এম এ নিসাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ, কৃষকদলের যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মামুনুর রশিদ, কমলগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মবশ্বির আহমদ ও সদস্য সচিব আব্দুল আহাদ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে জেলার সকল উপজেলা থেকে কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।