স্পোর্টস ডেস্ক,
হাই স্কোরিং ম্যাচে শেষ বলের নাটকীয়তায় সিলেট বিভাগকে ৬ উইকেটে হারিয়ে এনসিএলের টি-২০ সংস্করণের প্রথম আসরে শুভসূচনা পেয়েছে ঢাকা বিভাগ। ওপেনার জিশান আলমের সেঞ্চুরি সত্ত্বেও তাকে দেখতে হয়েছে হারের মুখ। আরিফুল ইসলামের নব্বইয়ের ঘরে খেলা ইনিংস খেলে তিনিই জয়ের নায়ক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১১ ডিসেম্বর) আগে ব্যাটিংয়ে নামা সিলেট ৪ উইকেটে ২০৫ রান তোলে। জবাবে ঢাকা নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
ওপেনার তৌফিক ও জিসান আলমের ব্যাটে ৪৯ রানের জুটি পায় সিলেট। শুরু থেকে মন্থর গতিতে ব্যাট চালানো জিসান সময় বাড়ার সাথে রানের গতিও বাড়িয়েছেন।
এনসিএলে এবারের আসরে প্রথম সেঞ্চুরি পেতে জিসান খেলেন ৫২ বল। তবে প্রথম অর্ধশতক পেতে ৪০ বল খেলেন। পরবর্তী অর্ধশতক করতে মাত্র ১২ বল খেলেছেন এ ডানহাতি। ম্যাচের ১৭তম ওভারে নাজমুল হোসেন অপুর বলে আউট হওয়ার আগে এ ব্যাটার ৫৩ বলে ৪টি চার ও ১০ ছক্কায় করেন ১০০ রান।
বড় লক্ষ্য তাড়ায় দলীয় ২ রানের মাথায় অধিনায়ক সাইফ হাসানকে হারায় ঢাকা। ব্যক্তিগত ১৭ রানে ফিরেছেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। এরপরই খুনে ব্যাটিংয়ে ঝড় তোলেন আরিফুল ইসলাম। জিসানের চেয়েও বিধ্বংসী ইনিংসে ৪৬ বলে ২০৪.৩৫ স্ট্রাইক রেটে ৯৪ রান করে ফেরেন সাজঘরে। ঝড়ো ইনিংসটিতে ৬টি চার ও ৮টি ছক্কার মার মেরেছেন।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১২ রান। সিলেটের তোফায়েল আহমেদের করা ওভারটির প্রথম ৫ ডেলিভারি থেকে ৭ রান নিতে পারে ঢাকা বিভাগ। শেষ বলে জয়ের জন্য ঢাকার লক্ষ্যমাত্রা ছিল ৫ রান। ব্যাটিং প্রান্তে ছিলেন শুভাগত হোম। ছক্কা মেরে ঢাকাকে রোমাঞ্চকর জয় এনে দেন।