বিশেষ প্রতিনিধি,
চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেসকে (ইসকন) ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অনুষ্ঠিত এক সমাবেশে এ দাবি তোলেন সংগঠনটির নেতাকর্মীরা।
এ সময় বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, চিন্ময় কৃষ্ণকে ইসকন বহিষ্কার করেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা হওয়ার পর। তার মানে এটি সুস্পষ্ট যে, এতদিন তাকে প্রশ্রয় দিয়েছে। ভারত তার পক্ষ নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছে। এ নিন্দার আমরা প্রতিবাদ জানাচ্ছি। চিন্ময়ের এই ইস্যুতে কলকাতায় বিজেপি মিছিল করেছে। আমরা ধরে নিতে পারি, তারা চিন্ময়কে নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই যেন ইসকনকে অনতিবিলম্ব নিষিদ্ধ করুন। একই সঙ্গে তাদের পৃষ্ঠপোষক ও গণহত্যাকারী দল আওয়ামী লীগকেও নিষিদ্ধ করুন।
এতে অন্যদের মধ্যে পরিষদের সমন্বয়ক গালিব ইহসান, হাসান আরিফ, সহকারী সদস্য সচিব জাকারিয়া কামাল, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান প্রমুখ বক্তব্য দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে শেষে রাজু ভাস্কর্যের থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেশারা ‘ভারতের দালালেরা, ইসকনের দালালেরা, আওয়ামী লীগের দালালের হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে-করতে হবে’, ‘ইসকন নিষিদ্ধ, করতে হবে-করতে হবে’, ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম’, ‘দিল্লী না ঢাকা-ঢাকা’সহ নানা স্লোগান দিতে থাকেন।