নিজস্ব প্রতিবেদক,
সমমনা ইসলামী দলগুলোর উদ্যোগে সংগঠনগুলোর বিশেষ সংবাদ সম্মেলন
সমমনা ইসলামী দলগুলোর বক্তারা বলেছেন, ইসকনের বিরুদ্ধে কথা বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয়। হিন্দু ভাই-বোনদের সতর্ক হতে হবে, যেন ইসকনের পাতা ফাঁদে কেউ পা না দেয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে সমমনা ইসলামী দলগুলোর উদ্যোগে সংগঠনগুলোর বিশেষ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।
এতে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। এছাড়া জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী আবুল খায়েরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্মানিত ইমাম খতিবদের প্রতি আমাদের আহ্বান আগামীকাল শুক্রবার মসজিদগুলোতে আপনাদের বয়ানে উগ্রবাদী ইস্কন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখবেন এবং জনগণকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানাবেন। এছাড়া সাম্প্রতিককালের ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ বিশৃঙ্খলা, দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে না পারে তার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করবেন।