Thursday, November 28, 2024
Homeলিড সংবাদদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফেরাতে চায় ইসকন: ইসলামী ঐক্যজোট

দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফেরাতে চায় ইসকন: ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক,

 

দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায় ইসকন বলে মন্তব্য করেছে ইসলামী ঐক্যজোট।

 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করে সংগঠনটি।

 

এতে সভাপতিত্ব করেন ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাওলানা যোবায়ের আহমদ, সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি জসিম উদ্দীন, সিনিয়র যুগ্ম-মহাসচিব হযরত মাওলানা আবুল কাশেম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসকন দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদ ইসকনকে দুধ-কলা খাইয়ে পুষেছে। তারা এরই মধ্যে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশে মোদীর আগ্রাসন বাড়াতে চায় ইসকন।

 

বক্তারা বলেন, ইসকন এ দেশে ষড়যন্ত্রের জাল পেতেছে। আপনারা কেউ তাদের উস্কানিতে পা দিবেন না। তাদের সঙ্গে আওয়ামী লীগ যোগ দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য অতি দ্রুত সময়ে ইসকনকে নিষিদ্ধ করতে হবে।

 

ইসলামী ঐক্যজোটের নেতারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে ইস্কন কাজ শুরু করছে। তারা মনে করে বাংলাদেশে হিন্দু-মুসলমান দাঙ্গা বাধিয়ে নরেন্দ্র মোদী আগ্রাসন চালানো চেষ্টা করছে।

 

তারা আরো বলেন, সরকারকে বলতে চাই, দেশকে নৈরাজ্যের হাত থেকে রক্ষার জন্য কঠোর হাতে ইসকনকে দমন করুন। দ্রুত সময়ের মধ্যে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে। নরেন্দ্র মোদী যদি দেশে আগ্রাসন চালায় তাহলে ভারত খন্ড খন্ড হয়ে যাবে। ফ্যাসিবাদ নিয়ে যদি ইসকন দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে দেশের তৌহিদী জনতা মোকাবিলা করবে।

 

সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তম গেট থেকে একটি মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments