Wednesday, November 27, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জবালু পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ

বালু পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিলের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি,

 

বালু পাথর মহালে ইজারা পদ্ধতি বাতিল ও সরকারিভাবে ক্রয়কেন্দ্র চালুর দাবিতে সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার জিনারপুর বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে জেলা বারকি শ্রমিক সংঘের সভাপতি নাছের মিয়ার সভাপতিত্বে এবং সহসভাপতি মো. সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি এনডিএফ’র সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি রত্নাংকুর দাশ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সুকেন্দু তালুকদার মিন্টু, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ছদরুল। এছাড়াও বক্তব্য রাখেন বারকি শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া প্রমুখ।

 

বক্তারা জানান, ধোপাজান ও যাদুকাটা নদীতে ইজারা পদ্ধতিতে বালু তোলা বন্ধ করতে হবে। নদীতে ইঞ্জিনচালিত স্টিল বডি নৌকার প্রবেশ ও ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা বন্ধ করতে হবে। নদীতে ইজারা পদ্ধতিতে বালু উত্তোলন এবং ড্রেজার মেশিন নদীতে প্রবেশ বন্ধ করা গেলে অবৈধভাবে নদীরপাড় কেটে বালু উত্তোলন বন্ধ করা যাবে।

এছাড়াও শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনা করে সনাতন পদ্ধতিতে অর্থাৎ সাধারণভাবে বালু উত্তোলনের সুযোগ দেওয়ার জন্য দাবি জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments