Sunday, November 24, 2024
Homeরাজনীতিআওয়ামীলীগরি*মা*ন্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

রি*মা*ন্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

 

হবিগঞ্জ প্রতিনিধি,

 

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে চুনারুঘাট-মাধবপুর আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে।

 

রোববার (২৪ নভেম্বর) সকালে আদালতের নির্দেশে তাকে চুনারুঘাট থানা থেকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে জানিয়েছে হবিগঞ্জ কারা কর্তৃপক্ষ।

 

জানা যায়, গত ২১ নভেম্বর চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ আদালতে তার দুদিনের রিমান্ড মঞ্জুর হয়। শুক্রবার ও শনিবার রাতে তাকে চুনারুঘাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদেশে সরাসরি কারাগারে পাঠানো হয়েছে ব্যারিস্টার সুমনকে। তাকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পাওয়া গেছে তা এখনই তদন্তের স্বার্থে প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

 

গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর ব্যারিস্টার সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনকে আসামি করে মামলা হয়।

 

হবিগঞ্জ জেল সুপার মুজিবুর রহমান জানান, মামলা শুনানির জন্য ব্যারিস্টার সুমনকে গত ২০ নভেম্বর হবিগঞ্জে আনা হয়। ঢাকায় মামলা রয়েছে বিধায় ফের তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এর আগে, গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments