Monday, November 18, 2024
Homeসিলেট বিভাগসিলেটযুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের মুবিন

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের মুবিন

 

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি:

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রাল ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের আব্দুল মুবিন। যুক্তরাজ্য কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন। আব্দুল মুবিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭ নং নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামের বাসিন্দা।

 

শুক্রবার (১৫ নভেম্বর) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, কনজারভেটিভ পার্টির প্রার্থী আব্দুল মুবিন ৪৩৭ টি ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার সাথে আরো ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও বিপুল ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইভন রবিনিউ লেভার পার্টি থেকে নির্বাচন করেন ২৯৯ টি ভোট পান। লিবারেল ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচন করে স্কট উইলস ভোট পেয়েছেন ১৮০টি এবং গ্রিন পার্টির এড রোলিসন ভোট পেয়েছেন ৫৬ টি।

 

উইটনি টাউন কাউন্সিলের সিটির উইটনি সেন্ট্রাল ওয়ার্ড। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিল লিসা চেরি শারীরিক অক্ষমতায় অব্যাহতি গ্রহণের ফলে কাউন্সিলর পদটি শূন্য হলে বৃহস্পতিবার এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই লক্ষ্য করা যায়।

 

মুবিনের জন্মস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামে। দীর্ঘ বিশ বছর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। তিনি নানান সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন।

 

উইটনি টাউন কাউন্সিলের কনজারভেটিভ দলের নেতা কাউন্সিলার ডেভিড এডওয়ার্ডস-হিউজ বলেন: ‘আমি মনে করি এটা দারুণ যে উইটনি সেন্ট্রালের বাসিন্দারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য আব্দুল মুবিনের মতো একজন উজ্জ্বল ব্যক্তিকে নির্বাচিত করেছে। বাংলাদেশের নাগরিক সিলেটের কৃতি সন্তান আব্দুল মুবিন সকলের দোয়া প্রত্যাশী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments