Saturday, November 16, 2024
Homeসিলেট বিভাগসিলেটদূর্নীতি প্রতিরোধে ব্যক্তিস্বার্থ ত্যাগের মানসিকতা লালন করতে হবে: অধ্যাপক জিল্লুর রহমান

দূর্নীতি প্রতিরোধে ব্যক্তিস্বার্থ ত্যাগের মানসিকতা লালন করতে হবে: অধ্যাপক জিল্লুর রহমান

 

মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি:

ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজের নব নিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক জিল্লুর রহমান বলেছেন,সুশিক্ষা নিশ্চিত করতে হলে এবং দেশ থেকে দূর্নীতি প্রতিরোধে প্রত্যেক সচেতন নাগরীক কে কষ্ট সহ্য করার ও ব্যক্তি স্বার্থ ত্যাগের মন মানসিকতা লালন করতে হবে। দূর্নীতি প্রশ্রয় পাবে,এমন সুযোগ মেনে নেওয়া ঠিক হবে না। তিনি আরো বলেন, দেশে প্রকৃত অন-লাইন ব্যবস্থা এখনো গড়ে উঠেনি। অন-লাইন আবেদন পর এপ্রোভ করার জন্যে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে ধর্না দিতে হয়।

তিনি আজ সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে তাঁর সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

 

আমরা সিলেট শহরস্থ গোয়াইনঘাটবাসী সংগঠনের উদ্যোগে সদস্য সচিব আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনায় বক্তব্য রাখেন, একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান আনোয়ার হোসাইন, হাজী মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোক্তার আহমেদ,বালাগন্জ সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক তজম্মুল আলী, সিওমেক এর প্রশাসনিক কর্মকর্তা মানিক মিয়া, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নজরুল ইসলাম, মোগলা বাজার ডাক ঘরের পোস্ট মাষ্টার নাসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ইসমাইল আলী, ইন্জিনিয়ার আহমেদ সালমান গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটি নেতা জাহেদ আহমদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments