Saturday, November 16, 2024
Homeবিনোদনআল্লাহ এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন: রুবেল

আল্লাহ এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন: রুবেল

 

বিনোদন ডেস্ক,

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল (৬০)। তার সঙ্গে আহত হয়েছেন মাইক্রোবাস চালকসহ আরও ৯ জন।

 

শনিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, রুবেলকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়।

 

অন্য আহতদের মধ্যে রয়েছেন রুবেলের সফরসঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ গ্রামের বাসিন্দা মো. কবির (২৪), একই গ্রামের ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা আমিরাবাদের বাসিন্দা সাইফুল ইসলাম (৪২)।

 

এদিকে রুবেলের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আজ অল্পের জন্য বেঁচে গেছি। বরগুনা আমতলীতে কারাতে একটি একাডেমির আয়োজনে আজ আমার অংশ নেওয়ার কথা। তাই সকালে আমরা মাইক্রোবাসে করে সেখানে যাচ্ছিলাম। আমাদের গাড়ি চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে দেখতে পায়, সামনে থেকে দ্রুত গতিতে আরেকটি বাস আসছে। তখন উপায় না পেয়ে মাইক্রোবাসটি রাস্তার একপাশে নামিয়ে দেয়। সেসময় একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় গাড়ির একপাশ দুমড়েমুচড়ে গেছে। ভাগ্য ভালো হওয়ায় আল্লাহ এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে মাইক্রোবাসে থাকা সবাই কম-বেশি আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা একটু বেশি খারাপ। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরাও সেই হাসপাতালে প্রথমিক চিকিৎসা নিয়েছি। আমার খুব বেশি কিছু হয়নি। দুজনকে হাসপাতালে রেখে আমরা এখন বরগুনার আমতলীতে পথে আছি।

 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মাইক্রোবাসটিতে করে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন নায়ক রুবেল ও তার শিক্ষার্থীরা। মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় পৌঁছালে অন্যদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দেয়। এ সময় চালক গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

 

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, চিত্রনায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। তারা মাদারীপুর সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments