Wednesday, November 27, 2024
Homeসিলেট বিভাগসিলেটকবরে চিৎকার করে কান্না করছিল ফুটফুটে নবজাতক!

কবরে চিৎকার করে কান্না করছিল ফুটফুটে নবজাতক!

 

সিলেট প্রতিনিধি,

সুনসান নীরব কবরস্থান। মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন একজন। হঠাৎ আশপাশে নবজাতকের কান্না শুনে হতভম্ব অবস্থা তার। ভয়ার্থ চিৎকারে ছুটে আসেন স্কুলগামী শিক্ষিকা, শিক্ষার্থী ও মাঠে যাওয়া লোকজন। দেখা যায় কবরের ওপরেই চিৎকার করে কান্না করছে এক ফুটফুটে নবজাতক (মেয়ে)। ভয়ে কেউ সাহস করতে না পারলেও এগিয়ে যান শিক্ষিকা তাহমিনা। নবজাতককে কবরের ওপর থেকে তুলে এনে নিজের কোলে নেন।

 

সোমবার সকালে এ ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউপির নিজ ঘিলাছড়া গ্রামের একটি মাজারের কবরস্থানে।

 

নবজাতককে উদ্ধার করার পর চাঞ্চল্য শুরু হয় এলাকায়। শিশুটিকে দেখতে ভিড় করেন মানুষজন। আর এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য তিরস্কার করতে থাকেন তার অজ্ঞাত মা বাবাকে।

 

নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষিকা ও স্থানীয়রা।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক বলেন, নবজাতক মেয়েটির এক দিনের। সে ভালো আছে৷ অল্প চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা সমাজসেবা দফতরকে জানানো হয়েছে।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপাতত দুই তিন দিন তার জন্মদাতা, জন্মদাত্রীকে খোঁজে না পেয়ে উপজেলা শিশু কল্যাণ পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 

সমাজকর্মী রুকনুজ্জামান চৌধুরী বলেন, এ ঘটনা সমাজের জন্য চরম ন্যাক্কারজনক। ধর্মীয় দৃষ্টিতেও পাপ। এলাকাবাসীর সঙ্গে আলাপ আলোচনা করে নবজাতকের মা বাবার খোঁজ করার চেষ্টা চালানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments