Thursday, November 14, 2024
Homeখেলাধুলাক্রিকেটরিয়াদকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

রিয়াদকে নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট, ছুঁয়ে গেল সবাইকে

স্পোর্টস ডেস্ক,

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ সহ সবশেষ চার ওয়ানডেতে যাচ্ছেতাই ব্যাটিং করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। যার জন্য সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিলেন জাতীয় দলের অভিজ্ঞ এ ক্রিকেটার। তবে সোমবার (১১ নভেম্বর) আফগানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে জ্বলে ওঠেন তিনি। এরপরই এক স্ট্যাটাস দিয়েছিলেন তার স্ত্রী।

 

নড়বড়ে ব্যাটিংয়ে দল যখন বিপদে, তখন ৯৮ রানের বীরত্বপূর্ণ ইনিংস খেলেন রিয়াদ। তার বীরত্বের কথা বলার কারণ, পায়ে ক্র্যাম্প (মাংসপেশিতে টান) নিয়েও খেলে গেছেন। ম্যাচজুড়ে যা নিয়ে ধারাভাষ্য বক্সে আলোচনা হয়েছে। পায়ে আঘাত নিয়েও অভিজ্ঞ এই টাইগার ক্রিকেটার ব্যাট করেছেন। ক্রিজে টিকে ছিলেন ইনিংসের শেষ বল পর্যন্ত।

 

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ২৪৪ রান সংগ্রহে বড় অবদান মাহমুদউল্লাহর। ৭২ রানে ৪ উইকেট পড়ার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে সঙ্গ নিয়ে তিনি ১৪৫ রানের জুটি গড়েন। যদিও নির্ধারিত ওভার শেষ হওয়ায় রিয়াদকে ফিরতে হয়েছে দুই রানের আক্ষেপ নিয়ে। তবে ক্র্যাম্প নিয়ে তার ৯৮ রানের ইনিংস দেখে তৃপ্ত মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

 

স্বামীর এমন অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে রিয়াদের স্ত্রী শুকরিয়া জানিয়ে লিখেছেন, ‘সেঞ্চুরির জন্য হতাশ হয়ো না। আজ তুমি অনেক ক্র্যাম্প নিয়ে খেলেছ, যা অবিশ্বাস্য। তুমি আবারও নিজের জাত চিনিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছ, আলহামদুলিল্লাহ।’

 

মাহমুদউল্লাহর পায়ে ক্র্যাম্প নিয়ে ম্যাচের মাঝে চিকিৎসাও নিয়েছিলেন। ডেকে নিয়েছিলেন বাংলাদেশের ফিজিওকে। তবে এরপরও তাকে খোড়াতে দেখা গিয়েছিল। যা নিয়ে ম্যাচ চলাকালে কথা বলেছেন পাকিস্তানি ধারাভাষ্যকার রমিজ রাজা। তিনি বলেন, ‘খোঁড়ানোর সময়ই বেশি ভালো ব্যাটিং করছেন মাহমুদউল্লাহ!’

 

ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৯৮ রান এসেছে তার ব্যাট থেকে। সমান ৯৮ বলের ইনিংসে তিনি ৭টি চার ও ৩টি ছক্কার বাউন্ডারি খেলেছেন। যদিও দল জেতেনি। ৫ উইকেটে ম্যাচ জয়ের পাশাপাশি ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে আফগানিস্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments