স্পোর্টস ডেস্ক,
আফগানিস্তানের কাছে টানা দ্বিতীয় সিরিজ হেরে গেল বাংলাদেশ। শারজাতে এই সিরিজটার আয়োজন হঠাৎ করে, অনেকটা ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার আগে বেঁচে থাকা সময়ে পথে একটা সিরিজ খেলে যাওয়ার মতো। সেই সিরিজে এভাবে হেরে যাবে, সেটা হয়তো বাংলাদেশ ভাবেনি।
কিন্তু শারজার পিচে আফগানিস্তান বোঝাল, অন্তত এমন পিচে বাংলাদেশের চেয়ে শক্তিতে তারাই এগিয়ে। সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের ২৩৫ রানের জবাবে বাংলাদেশ ১৪৩ রানেই গুটিয়ে যায়, দ্বিতীয় ম্যাচে ঠিক উল্টোটা হলো – বাংলাদেশের ২৫২ রানের জবাবে আফগানিস্তান অলআউট ১৮৪ রানে।
কাল তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ যখন আগে ব্যাট করে ২৪৪ রান তোলে, তখন ধারণা ছিল, এই পিচে এই রান যথেষ্ট। কিন্তু আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ আর মিডল অর্ডার ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমারজাই সব ধারণা ভুল প্রমাণ করে দিলেন।
গুরবাজের দারুণ সেঞ্চুরি আর ওমারজাইয়ের অপরাজিত ফিফটিতে ৫ উইকেট আর ১০ বল হাতে রেখেই জিতে যায় আফগানিস্তান। শুধু জয়ই নয়, জয়ের ধরনটাও এমন ছিল যে, আফগানিস্তানের ইনিংসের সময়ের পুরোটা জুড়েই আফগানিস্তানকেই মনে হয়েছে জেতার মতো দল। বাংলাদেশ ফিরে আসতে পারে কি না, সে আশা হয়তো ছিল এ দেশের ক্রিকেট সমর্থকদের, তবে বাংলাদেশ দাপুটে অবস্থানে – এমনটা সম্ভবত আফগানিস্তানের ইনিংসের সময়ে একবারও মনে হয়নি।
এমন দারুণ এক সিরিজের ফল আফগানিস্তান পেয়েছে র্যাঙ্কিংয়ে। বাংলাদেশ বিস্মিত হয়ে আবিষ্কার করছে, আইসিসির র্যাঙ্কিংয়ে এখন তাদের নিচে ফেলে আফগানিস্তান তাদের ওপরে উঠে গেছে।
গতকাল ম্যাচের পর হালনাগাদ করা আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং বলছে, আফগানিস্তান আর বাংলাদেশ দুই দলেরই রেটিং ৮৫। তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আফগানিস্তান এখন আছে র্যাঙ্কিংয়ের ৮ নম্বরে, বাংলাদেশ নেমে গেছে ৯-এ। সিরিজের আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৬, আফগানিস্তানের ৮৪।