Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে আমরা করব জয় কর্তৃক মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে আমরা করব জয় কর্তৃক মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আমরা করব জয় কর্তৃক আয়োজিত মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪।

 

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে “আমরা করব জয় কর্তৃক আয়োজিত মেধা মূল্যায়ন পরীক্ষা প্রতি বছরের ন্যায় অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গল উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীরা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত, ৪র্থ শ্রেণির ছাত্র ছাত্রীরা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত

এবং ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয় ও বিজ্ঞান বিষয়ে মোট ৪০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষায় ৩য় শ্রেণিতে ৩২৭ জন, ৪র্থ শ্রেণির ৩৬৭ জন ও ৫ম শ্রেণির ৫০০ জন সহ সর্বমোট ১১৯৪ জন শিক্ষার্থী অংশ গ্রহুণ করেছে।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মিজানুর রহমান, ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেব, জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক বর্ধন প্রমুখ।

আমরা করব জয় ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মডেল টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠাতা মো: মাহবুব আলম স্বপন বলেন, একাডেমিক পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি ও শিক্ষার ভীত মজবুত করার লক্ষ্যে বৃত্তি প্রকল্পের কার্যক্রম অব্যাহত রাখা জরুরি।

আগামীর প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তুলতে আমরা করব জয় কর্তৃক মেধা মূল্যায়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে পাশে পাবো বলে আশা রাখছি।

 

কেন্দ্র সচিব কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একরামুল কবীর জানান, মেধার মান বিকাশে মেধা মূল্যায়ন পরীক্ষা শিক্ষার্থীদের লেখা পড়ার উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক মান বৃদ্ধির লক্ষ্যে আমরা করব জয় কর্তৃক মেধা মূল্যায়নের অবদান অবিস্মরণীয়। জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন পরীক্ষা নিয়েছি।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এই পরীক্ষা চলমান রয়েছে। এ বছর থেকে ৬ষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি, অষ্টম শ্রেণি ও ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষায় কার্যক্রম চালু করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ নভেম্বর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

অংশগ্রহণকারী শহর কেন্দ্রিক বিদ্যালয়গুলোর মোট ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতি শ্রেণিতে ২০টি করে বৃত্তি প্রদান করা হবে এবং শহরের বাহিরের বিদ্যালয় গুলোর মোট ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতি শ্রেণিতে ২০ টি করে বৃত্তি প্রদান করা হবে। অংশগ্রহণকারী প্রত্যেক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সনদ প্রদান করা হবে।

প্রথম হল সুপারের দায়িত্ব পালন করেন যোগেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেন, দ্বিতীয় হল সুপারের দায়িত্ব পালন করেন সুনগইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ফারুক আলম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments