Thursday, November 14, 2024
Homeবিনোদনলাইফস্টাইলশীতের আগেই ফাটছে ঠোঁট? করণীয় আছে যা

শীতের আগেই ফাটছে ঠোঁট? করণীয় আছে যা

 

লাইফস্টাইল ডেস্ক,

ঋতু বদলের পরিক্রমায় শীত আসতে আর বেশি দেরি নেই! আর এরই ধারাবাহিকতায় বাতাসে কমতে শুরু করেছে আর্দ্রতার পরিমাণ। যেমন চলতি নভেম্বরেই ত্বক ও ঠোঁট শুকিয়ে যাচ্ছে। অনেকের আবার ঠোঁটও ফাটছে।

 

আবার অনেকেই ঠোঁটের চামড়া উঠলে তা হাত দিয়ে খুচিয়ে তোলার কারণে ঠোঁটে ক্ষতও সৃষ্টি হতে পারে। পরবর্তীতে তা ঘায়ে রূপ নিচ্ছে।

 

এসব সমস্যার সমাধানে শীত আসার আগেই ঠোঁট ভালো রাখতে এখন থেকেই ঠোঁটের যত্ন নেওয়া শুরু করুন। বিশেষ করে রাতে ঠোঁটের বিশেষ যত্ন নিন। তো আর দেরি না করে জেনে নিন শীতের আগেই ঠোঁটের যত্ন নিতে করণীয় সম্পর্কে-

 

নারকেল তেল ব্যবহার করুন: ঠোঁটের ওপর নারকেল তেল কিংবা ভিটামিন ই অয়েল লাগিয়ে ঘুমান। পরের দিন সকালে ধুয়ে ফেলুন। দেখবেন আগের চেয়ে অনেক বেশি নরম হয়েছে ঠোঁট। পাশাপাশি ঠোঁট ফাটার সমস্যাও কমবে।

 

নারকেল তেলের সঙ্গে বাদাম তেল, অলিভ অয়েল, অর্গান অয়েল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি প্রতিদিন ২ বার করে ১৫ মিনিটের জন্য ঠোঁটের ওপর লাগান। এটি আপনার ঠোঁটের আর্দ্রতা বজায় রাখবে ও ঠোঁট ফাটার সমস্যা কমাবে।

 

লিপবাম ব্যবহার করুন: ঠোঁটের যত্নে লিপবাম অবশ্যই রাখুন সঙ্গে। লিপবাম ঠোঁটের শুষ্কভাব দূর করে। এতে ঠোঁট কম ফাটবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই লিপবাম ব্যবহার করুন।

 

ঠোঁট স্ক্রাব করুন: ঠোঁটের মৃত কোষ সরানোর জন্যেও স্ক্রাব হিসেবে নারকেল তেলের সঙ্গে একটু চিনি মিশিয়ে নিলে তা যাদুর মতো কাজ করে। ঠোঁটের স্ক্রাব করার জন্য এর থেকে ভালো কিছু ঘরে বসে তৈরি করা সম্ভব নয়।

 

মানুন কয়েকটি নিয়ম: ঠোঁট ফাটা কমাতে কয়েকটি নিয়ম মেনে চলুন যেমন- প্রচুর পরিমাণে পানি খাওয়া, ঠোঁটের যত্ন নেওয়া, তীব্র সূর্যালোক ও ধুলাবালি এড়ানো, সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া।

 

মানহীন লিপস্টিক ব্যবহার করবেন না: কখনো ঠোঁটে মানহীন লিপস্টিক ব্যবহার করবেন না। এতে ঠোঁট কালচে হয়ে যায় ও চামড়া উঠতে পারে। বিশেষ করে শীতে ঠোঁটে ম্যাট লিপস্টিক ব্যবহাপর করবেন না।

 

ঠোঁট চাটবেন না: ঠোঁটের শুষ্কতা রোধে সব সময় ঠোঁট চাটা এড়িয়ে চলুন। এটি ঠোঁট ফাটা সমস্যার মূল কারণ হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments