সুনামগঞ্জ প্রতিনিধি,
সুনামগঞ্জে দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা শহরস্থ পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দুনিয়ার নিপীড়িত জাতি ও জনগণ এক হও আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী দ্বন্দের ফলে বিশ্বব্যাপী যুদ্ধময় পরিস্থিতি এবং সেই যুদ্ধে বাংলাদেশকে সম্পৃক্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাও,পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এনডিএফের সভাপতি রত্নাঙ্কুর দাস, সাধারণ সম্পাদক সদরুল ইসলাম, সহ-সভাপতি সুকান্ত তালুকদার মিন্টু ও সহ-সভাপতি সৌরভসহ এনডিএফের দলীয় অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪ সালে মার্কিন সাম্রাজ্যবাদের মদদপুষ্ট, দালাল সরকার, আওয়ামী লীগ সরকার সেই মার্কিন সাম্রাজ্যবাদের দালালী করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের নীতি অনুসরণ করেছে। বাংলাদেশ দুইবার নয়,তিনবার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সুফল দেশের জনগণ ভোগ করতে পারেনি।
এ দেশের ছাত্র-জনতা, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে শহিদ হয়েছে। তাই গণতান্ত্রিক ফ্রন্ট চায় এ দেশে সাম্রাজ্যবাদের নীতি বাতিল করে, সাধারণ মানুষ, শ্রমিকদেরকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হোক।
পরবর্তীতে বিক্ষোভ সমাবেশটি ট্রাফিক পয়েন্টে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।