Thursday, November 7, 2024
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

সিলেট প্রতিনিধি,

সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭ তম বার্ষিকী পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৭ তম বার্ষিকী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম, বাসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমরেড আবু জাফর, বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা কমিটির সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী সুমন, নাজিবুল ইসলাম রানা, আহ্বায়ক চারণ সাংস্কৃতি সংঘসহ বাসদের অন্যান্য নেতারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৬ বছরের স্বৈরাচার সরকার এদেশের জনগণের টাকা বিদেশেসপাচার করে দেশকে একটা সংকটাময় অবস্থা রেখে গেছে। যার কারণে এদেশে গরিব মেহনতি মানুষের দুঃখ কষ্টের পরিমাণ আরো বেড়ে গেছে।

কৃষক শ্রমিক মেহনতী মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। বর্তমান সরকারের আমলে তারা কোনো অধিকার নিয়ে আলোচনা করলে অথবা বাহির হলে সরকার তাদের উল্টো বলে আন্দোলন করে প্রতিহত করার চেষ্টা করেছে। শ্রমিক কৃষক বান্ধব রাষ্ট্র তৈরি করতে হলে শ্রমিকদের কল্যাণকর আইন তৈরি চুরি করতে হবে।

গত কিছুদিন ধরে চা শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার বকেয়া বেতন পাওয়ার জন্য আন্দোলন করছে এ ব্যাপারে কোনো কর্তৃপক্ষ আমাদের এই ব্যাপারে সারা দেয়নি। এই সভা থেকে চা শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা সমাজতান্ত্রিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদের সদস্যদেরকে এক সঙ্গে মিলিত হয়ে মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments