Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জ শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে নি*হ*ত ২ : আ*হ*ত ৩

কমলগঞ্জ শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে নি*হ*ত ২ : আ*হ*ত ৩

 

পিন্টু দেবনাথ, . মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এসময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কমলগঞ্জ-শ্রীমঙ্গল রোডের বটতলা নামক স্থানে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সা উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা শ্রীমঙ্গল থেকে ভানুগাছে যাচ্ছিল। অটোরিক্সাটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল রোডের বটতলা নামক স্থানে আসলে হঠাৎ একটি শিশু দৌড়ে সড়ক পার হতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। চালক শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিক্সাটি উল্টে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে আহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত দুই শিক্ষার্থী হলেন শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহতরা হলেন, শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments