Friday, November 8, 2024
Homeখেলাধুলাক্রিকেটআরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্ক,

 

হংকং সুপার সিক্সার্সের কোয়ার্টার ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু আলোকস্বল্পতার কারণে পুরো ম্যাচ শেষ করতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত ডিএলএস ম্যাথুডে ১৮ রানের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে সেমিফাইনালের টিকিট পেয়েছে সাইফউদ্দিন-রাব্বিরা।

 

শনিবার (২ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে আরব আমিরাতকে ১১২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জাবাব দিতে নেমে ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান করে আরব আমিরাত।

 

এদিন আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আব্দুল্লাহ আল মামুন ও জিসান আলমের ব্যাট থেকে আসে ৫৯ রান। ১১ বলে ৩১ রান করে মামুন আউট হলে বাটিংয়ে আসেন সাইফউদ্দিন। বলে বলে বাউন্ডারি মেরে ৯ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই টাইগার অলরাউন্ডার। ৫টি ছক্কা ও একটি চার মারেন সাইফউদ্দিন।

 

আর ১৭ বলে ৩৪ রান করেন ওপেনার জিসান আলম। ৩ টি করে ছক্কা ও চারে ইনিংস সাজান বাংলাদেশি এই ওপেনার। এতে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান তুলতে পারে বাংলাদেশ।

 

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বোল্ড হন আসিফ খান। শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন সাইফউদ্দিন। এরপর আবু হায়দার রনি বোলিংয়ে এসে দ্বিতীয় ওভারে খরচ করেন মাত্র ৭ রান।

 

তৃতীয় ওভারে এসে শাঞ্চিত শর্মার তোপের মুখে পড়েন আব্দুল্লাহ আল মামুন। তিনি টানা চারটি ছক্কা মারেন বাংলাদেশের এই পেসারকে। অবশ্য পঞ্চম বলেই তাকে আবু হায়দারের ক্যাচ বানিয়ে ফেরান মামুন। ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান।

 

এরপর আলোক স্বল্পতার কারণে আর খেলা হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল (রোববার) শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে সাইফউদ্দিনরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments