Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জহবিগঞ্জে ৯০০ ব*স্তা ভা*রতীয় চিনি জ*ব্দ

হবিগঞ্জে ৯০০ ব*স্তা ভা*রতীয় চিনি জ*ব্দ

 

জেলা প্রতিনিধি,

হবিগঞ্জের বাহুবলে ৯০০ বস্তা ভারতীয় চিনি, জিরা ও নগদ টাকা জব্দ করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ অন্য মালামালের মধ্যে রয়েছে ৬০ কেজি জিরা ও নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা।

 

সেনাবাহিনী সূত্র জানায়, বাহুবলের মিরপুর দাখিল মাদরাসা সংলগ্ন একটি স্থানে ভারতীয় চিনি মজুদ হচ্ছে খবরে অভিযান চালায় সেনাবাহিনী।

এসময় মিরপুর বাজারের প্রভাবশালী ব্যবসায়ী রহমত আলীর বাসার নিচ তলার গোডাউনে ৫০০ বস্তা চিনি মজুদ করা অবস্থায় দেখাতে পায়। পরে জিজ্ঞাসাবাদের পর আরও দুটি স্থান থেকে ৩৯৯ বস্তা বস্তা চিনি জব্দ করে। এসময় ৬০ কেজি জিরা, নগদ ১৬ লাখ ৫ হাজার ৪৮৫ টাকা ও একটি টাকা গুনার মেশিন জব্দ করা হয়।

 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জব্দ ৯০০ বস্তা চিনির মধ্যে ৭৮০ বস্তা চিনি সুলতান মাহমুদ নামে এক ব্যক্তি সুনামগঞ্জ থেকে নিলামে ক্রয় করে এসব রহমত আলীর নিকট বিক্রি করেছেন। এমন একটি কাগজ তাদের কাছে দেওয়া হয়েছে। অন্যান্য চিনি ও জিরার কোনো বৈধ কাগজপত্র তারা এখনও দিতে পারেননি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments