Saturday, November 23, 2024
Homeসিলেট বিভাগসুনামগঞ্জব্যাংক থেকে টাকা তুলতে না পারায় গ্রাহকদের ক্ষো*ভ

ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় গ্রাহকদের ক্ষো*ভ

 

সুনামগঞ্জ প্রতিনিধি,

ব্যাংকে টাকা নেই। তাই টাকা তুলতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা। বৃহস্পতিবার এমন ভোগান্তিতে পড়েছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সুনামগঞ্জ শাখার গ্রাহকরা। এদিন ওই শাখায় কিছু গ্রাহককে ৩ হাজার করে টাকা দিলেও বাকি গ্রাহকরা টাকা না পাওয়া তাদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, ন্যাশনাল ব্যাংক সুনামগঞ্জ শাখায় আনুমানিক সাত হাজার গ্রাহক রয়েছেন। সরকার পতন পরবর্তী সময়ে গ্রাহকরা চাহিদা মতো টাকা উঠাতে পারছেন না। গত কয়েকদিন ৫ হাজার টাকা করে দিলেও সপ্তাহ খানেক থেকে গ্রাহকদের ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। বর্তমানে আর্থিক সংকটের কারণে সেই ৩ হাজার করে টাকাও গ্রাহকদের দিতে পারছে না ন্যাশনাল ব্যাংক সুনামগঞ্জ শাখা।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে এস আলম গ্রুপের মতো কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংক হতে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়ে পরিশোধ না করায় সারাদেশে ন্যাশনাল ব্যাংকসহ আরো ৮ থেকে ১০টি ব্যাংকে টাকা সংকট রয়েছে। প্রথমদিকে গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। যে কারণে টাকার সংকট থাকায় গ্রাহকদের চাহিদা ঠিকমত পূরণ করা যাচ্ছে না। ব্যাংকের যে শাখায় যতটুকু প্রয়োজন সেটা ব্যাংক কর্তৃপক্ষ সেন্ট্রাল ব্যাংক থেকে পাচ্ছে না।

 

তাছাড়াও ব্যাংক আর্থিক সংকটে পড়ার কারণে গ্রাহকরা আর ব্যাংকে আমানত জমা রাখছে না। শুধু আমানত উত্তোলনের জন্য ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় ভিড় করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments